Tuesday, April 14, 2015

যদি এমন হত

যদি এমন হত
.............. ঋষি
=======================================
যদি দূরত্বের গালে টেনে চড় লাগানো যেত
যদি সময়ের হাতছানি।
সময়কে লুকিয়ে রাখা যেত
বেশ হতো।
একটা জীবন না হয় তোর সাথে হাসতে হাসতে
হাসি খেলায় কাটিয়ে দেওয়া যেত।

আমি ভাবনাকে বলি নি
বিশ্বাস করি না।
আমি নিজেকে বলেছি আমার বিশ্বাস নেই
চেতনার পরে গড়িয়ে নামা চোখের জল।
কয়েকশো কদমে লং ড্রাইভে লং জার্নি
শুধু আকাশ পেরিয়ে কলমের গোড়ায় লাগানো জেদ।
সৃষ্টি হবে না কিছু ,শুধু প্রলাপ লিখে যাব
যতই দূরে থাকি ,
তোকে আরো ভালোবেসে যাবো।

যদি দূরত্বের গোড়ায় আটকে থাকে অহংকারী বৃষ্টি
সে যে এসেছে চিরকাল ,ভিজিয়েছে ইচ্ছেমতো।
সবুজ ঘাস ,বোবা পৃথিবীর মাটিতে মেটো গন্ধ
হারিয়ে যাওয়ার রেশ।
সবটাই মিথ্যা হলে ,হতো বেশ
অথচ তুই রয়ে গেলি আমার শিরায় শিরায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...