Wednesday, April 8, 2015

আমার কবিতায়

আমার কবিতায়
............... ঋষি
==========================================
আকাশলীনা আজ আকাশের মুখ ভার
মেঘলা দুপুরে হৃদয়ের আলমারিতে রাখা রবীন্দ্ররচনাবলী।
কিংবা খোলা বাউলের সুর
তোর নুপুর।
খোলা আকাশের ডাক
সবটাই ভাবায় আমায়।

নীল ভেলায় ভেসে যাওয়া মুহুর্তদের ভিড়
আকাশ নদীতে একলা কোনো হৃদয়ের তীর।
রুপোলী সূর্যের প্রথম স্তব্ধতা
সবটুকু বিকরিত হৃদয় কয়েকশো কবিতার পাতা।
তোর আদুল পায়ে নুপুরের সুর
মম চিত্তে ,নৃত্যে নৃত্যে ,কে যে নাচে।
কে যেন নাচে গভীর কোনো একলা শ্রাবনে
ঝম ঝমে বৃষ্টি ,নিদ্রা ঘোরে ,
সেই আকাশের পাড়ে।
সবুজ কন্যা স্থির আয়নার নিজস্ব দর্পনে
আকাশলীনা আমার কান্না পায়।

আকাশলীনা আজ আকাশের মুখ ভার
তোর লোকানো দেরাজে লুকিয়ে রাখা বিশাল আকাশ।
কিংবা খোলা কবিতার কলমে ভেজা সময়ের পাতায়
ঝমঝমে দুকুল ভেজানো বৃষ্টি।
আমার হাসি পায়
খোলা আকাশের বৃষ্টি আমার কবিতায়। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...