Friday, April 17, 2015

পাতায় পাতায়

পাতায় পাতায়
........... ঋষি
================================
মুহূর্তগুলোকে বাঁধতে চেয়েছিলাম
মোড়ক ,নাটকে, সমগ্র উপন্যাসের শেষ পর্যায়।
সকালের আলোয় মাটির পৃথিবীতে হারিয়ে গেলাম
আবারও আলোকবর্ষের আনন্দ মেটো চোখের পাতায়।
আবাল্য ফেলে আসার শোক
দুচোখের পাতায়।

নাটক ফুরিয়ে যায় ,নাটক বিক্রি হয়
দৈনন্দিন নাটকের ভূমিকায়   কতকিছু বদলায়।
শুধু শবদাহ পারাপার চোখের পর্দায়
বদলায়।
একটা দিন ,প্রতিদিন বাঁচার আঙ্গিনায়
আরেকবার
আশার দিন
আশাহত আবারও দিন প্রতিদিন।

নিহত ইচ্ছারা বিম্বিসারের দেশের শেষের পাতায়
পোড়া আম্রপলি  জানে বদলানো শ্বাসের অর্থ।
প্রতিবাদ কলমের শেষ স্তবকে
মানুষ মৃত্যুগামী জড়া।
অর্থ মানুষ  মেরুদন্ডহীন  বাঁচার বিশ্বাসে আরেকবার
চোখের পাতায় জল।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...