Tuesday, April 21, 2015

অন্য ঋষি

অন্য ঋষি
.......... ঋষি
======================================
জীবিত উপেক্ষার চাবিকাঠি সকালের সূর্যে
হেঁটে চলা জীবন
কয়েক পা তোমার সাথে।
ভেবেছিলাম কেটে যাবে জীবন
রোজ যেমন কাটে
কিছুটা ব্যস্ততা শেষে ক্লান্তি প্রতি রাতে।

ভেবেছিলাম চলার পথে কাঁটাদের  অন্তরায়
কিছু মুহূর্ত তোমার আমার।
এক আকাশ স্বপ্ন বুকে দাঁড়িয়ে থাকা
অদ্ভূত নিঃশ্বাসের সহস্র প্রাচীন বিশ্বাস আমাদের দরজায়।
কিছুটা অন্তরায় কপট সূর্য মেঘের আড়ালে
আজকাল আমার হাসি পায়।
যাদের ফুরিয়ে যাওয়ার কথা ছিল
সন্ধ্যেবাতির ধুপের ছাই শ্মশানের গায়ে।
আর আমি হাসতে থাকি
ছাই মাখা অন্য ঋষি শান্তির প্রতীক্ষায়।

জীবিত উপেক্ষার চাবিকাঠি সকালের সূর্যে
প্রভাতী সঙ্গীতে চেতনার সুর।
আলো ,আরো  আলো ,আরো জীবন
যেখানেই থাকো না অনন্য তুমি,
শান্তি
তোমার  অপেক্ষায়। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...