Thursday, April 2, 2015

কোনো একদিন

কোনো একদিন
..................... ঋষি
============================================
কোনো একদিন
পৃথিবীর আবর্তনের সাথে প্রত্যাবর্তন ফিরে আসবে।
ঘড়ির পেন্ডুলামে এগিয়ে আসবি  বিগত তুই
তোর ফেলে যাওয়া  শহরের বাতাসে
রজনীগন্ধার গন্ধ তোর খোলা চুলের।

হাসবে দিন
শৈশবের ফ্রক পরা বিকেলের মাটিতে হৃদয়ের পুতুলখেলা,
সব থেমে যাবে সেখানে।
কোনো একদিন
যেদিন আকাশ জুড়ে মেঘ করবে সূর্য যাবে পাটে।
আমি বলবো,
আয় বৃষ্টি ঝেঁপে ,হৃদয় দেব মেপে।
ঠিক তখুনি সময় থেমে যাবে
থেমে যাবে জীবনের  বাকি কটা দিন।

কোনো একদিন
পৃথিবীর পেন্ডুলামে পা দিয়ে আমি এগিয়ে যাব।
সময়ের বুকে ,তোর বুকের মিষ্টি গন্ধ, আমি পাগলপারা বৃষ্টি
তোর শহর জুড়ে ভিজে শরীরে ,
আমি মিশে যাব আদরের স্বপ্নে।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...