Friday, April 24, 2015

খোলা খবর

খোলা খবর
................ ঋষি
===========================================
আজ লোকগুলো , আলোটুকু উলটে দিয়ে
শব্দহীন ঘুমিয়ে পড়েছে।
পাশ দিয়ে খুটে খাওয়া বেওয়ারিশ কুকুরগুলো আনন্দে হাততালি
সুসময় আসছে।

লোকগুলোর শীত করছে
কেমন একটা বৃষ্টি ,বৃষ্টি ভাব মনের ভিতর।
অযথা কথা বাড়াবো না বলে একটা ফুলটাইম লাইফে পা বাড়ালাম
প্লিস আমি কুকুর ভেবো না যেন।
জীবন থেকে কুড়িয়ে আনলাম স্বপ্নের বাড়িঘর
শহর বানালাম ,বানালাম দেশ ,ঈশ্বর বানালাম ,বানালাম বিশ্বাস।
খিচুরী হয়ে সবকিছু লেখা রইলো সেই স্বাধীনতার বইটাই
অথচ স্বাধীন কখন হলাম বুঝলাম না অন্যদের মতো.

বুঝলাম না মানুষ আর মনুষত্বের মানে
মানেটা কোনো সায়েনটিফিক  হোমো-স্যাপিয়েন্সের আমি নই।
অথচ আমরা হোমো অর্থের মানে বুঝি
মানে বুঝি লেসবিয়ানের।
কিন্তু প্রবলেম হলো আমরা সকলে স্ট্রেইট সাজি
কিন্তু কেউ যে স্ট্রেইট না।
স্ট্রেইট মেরুদন্ড ধরে সোজা হেঁটে যাও ধর্মতলার মাঠে
ব্যস্ত পৃথিবীর মাঝে কি মনে হয় ?

আজ লোকগুলো , আলোটুকু উলটে দিয়ে
শব্দহীন ঘুমিয়ে পড়েছে।
পাশ দিয়ে চলে যাওয়া সময়ের মানেটা উল্টো ঘড়ির দরজায়
যেখানে কুকুগুলো পা তুলে মুতে যায়।
  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...