Sunday, April 19, 2015

সবটাই কালো

সবটাই কালো
............... ঋষি
=====================================
কিছুটা জিজ্ঞাসা থাক
না হলে ফুরিয়ে যাবে যে সমস্ত উপসংহার।
কথায় বলে শেষ তখন
যখন নিজের মাটিটুকু পুরনো টেরাকোটার মাটি।
কিংবা কোনো অদৃশ্য মেরুদন্ডে চোরা মাটি
আর মিথ্যে হাঁটাহাটি।

সব প্রশ্ন এখনি করবে নাকি
মাঝখানে কেটে যাওয়া আমাদের কুড়িটা বছর।
অদ্ভূত তো তোকে তুই ছেড়ে তুমি বলছি
তোকে জীবিত ভেবে কথা বলছি।
না রে ঠিক এমন নয়
খানিকটা পাক ধরেছে চুলে।

খানিকটা বুড়ো হয়েছি তোকে স্কেচ করতে করতে
বেশ অনেকটা পেন্সিল ঘষেছি হৃদয়ে,
সবটাই কালো।
সবটাই ভালো
একমাত্র ফেলে আসা কুড়ি বছরের সময়টা ছাড়া
সবটুকু ধারালো  ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...