Tuesday, April 7, 2015

আরেকটু বেশি

আরেকটু বেশি
............. ঋষি
=========================================
সকালের রুপকথায়
শহর যেন ফুরোতে চাই না।
প্রেমিক হৃদয়কে শুভেচ্ছা অবিরত সরে যাওয়া প্রশ্ন চিন্হ
নতুন করে কিছুই আর পাওয়া যায় না।
গ্রীষ্মের সস্তা সরবতে শহর ধুকতে থাকে
জীবিত,মৃত কল্পনায় প্রেম বদলাতে থাকে।

গড়িয়ে পড়ে দু এক ফোঁটা তোর চিবুকের তিল
রাস্তার গলা পিচে হাঁটা কষ্টের অনন্ত মিল।
ফুরোতে চাই না আবছা তোর  গালের কোলে টোল
ঝুট বলা কাওয়াদের এই শহরে শোরগোল ।
ফোরায় না কিছুই
অস্তিত্ব ,প্রেম ,বিশ্বাস
শুধু সময় ফুরিয়ে যায় জীবনের আশ্বাস।

সকালের রূপকথায়
শহর যেন ঘুমোতে জানে না।
প্রেমিক হৃদয়ে শুয়ে থাকা অবিরত মুখোশের আলাপন
আর বদলানো হৃদয়ের একলা দিনযাপন।
সবকিছু থেমে থাকে প্রতি নিঃশ্বাসে উঠে আসে বিষ
তোকে বারংবার বলা আমাকে আর একটু কষ্ট দিস।
.

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...