Tuesday, April 7, 2015

আরেকটু বেশি

আরেকটু বেশি
............. ঋষি
=========================================
সকালের রুপকথায়
শহর যেন ফুরোতে চাই না।
প্রেমিক হৃদয়কে শুভেচ্ছা অবিরত সরে যাওয়া প্রশ্ন চিন্হ
নতুন করে কিছুই আর পাওয়া যায় না।
গ্রীষ্মের সস্তা সরবতে শহর ধুকতে থাকে
জীবিত,মৃত কল্পনায় প্রেম বদলাতে থাকে।

গড়িয়ে পড়ে দু এক ফোঁটা তোর চিবুকের তিল
রাস্তার গলা পিচে হাঁটা কষ্টের অনন্ত মিল।
ফুরোতে চাই না আবছা তোর  গালের কোলে টোল
ঝুট বলা কাওয়াদের এই শহরে শোরগোল ।
ফোরায় না কিছুই
অস্তিত্ব ,প্রেম ,বিশ্বাস
শুধু সময় ফুরিয়ে যায় জীবনের আশ্বাস।

সকালের রূপকথায়
শহর যেন ঘুমোতে জানে না।
প্রেমিক হৃদয়ে শুয়ে থাকা অবিরত মুখোশের আলাপন
আর বদলানো হৃদয়ের একলা দিনযাপন।
সবকিছু থেমে থাকে প্রতি নিঃশ্বাসে উঠে আসে বিষ
তোকে বারংবার বলা আমাকে আর একটু কষ্ট দিস।
.

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...