Wednesday, April 15, 2015

উপস্থিত সাক্ষী


উপস্থিত সাক্ষী
.................... ঋষি
=========================================
স্থপতিরা গড়ে গেছে গির্জা ,মন্দির ,মসজিদ
অথচ আজও প্রেম লেখা হয় কষ্টের ছুরিতে।
হৃদয়ের কথা শোনা যায় না
দৈনন্দিন ভাড়ার বক্সে বাজা রিমেকের গানে।
প্রেম বদলায়
বদলানো সময় হৃদয়ের দরজায়।

জানি জীবিত থাকা মানে হেরে গিয়ে ফিরে আসা
জানি জীবিত থাকা মানে নাটকের মঞ্চে দিনান্তের সাজানো লিপি।
অজান্তে বয়ে  যাওয়া ঝড়ো হাওয়া ভাসিয়ে নিয়ে যায়
অজান্তে মনের গোপনে লুকোনো রক্তপাত।
অজস্র প্রশ্ন উত্তরের একলা কান্ডারী দাঁড়িয়ে থাকে
আপন মনে।
এ কোনো কবিতা নয় , যে সৃষ্টি প্রেম
এ হলো গভীর মনের অনুরন, পাগল প্রেম।
কোনো একলা হৃদয়  
কোনো অদ্ভূত উপস্থিতি সাক্ষী  হৃদয়।

স্থপতিরা গড়ে গেছে গির্জা ,মন্দির ,মসজিদ
অথচ আজও প্রেম শুয়ে থাকা একলা সারণী ধরে সস্তা শরীরে।
হৃদয়ের স্পর্শ ছোঁয়া যায় না অনন্ত শিহরণে
শুধু ঈশ্বর চোখ বন্ধ করে।
প্রেম বদলায়
বদলানো কবিতা পাতায় পাতায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...