Wednesday, April 29, 2015

শুধু তুই

শুধু তুই
.............. ঋষি
========================================
শুধু তুই বুকে কালবৈশাখিতে তোর হাত ধরে পথে ঘাটে এক কাপ মাটির ভাঁড়ে চুমু খেয়ে তোকে খোঁজা আর কিছু না শুধু তুই বুকের গাছ পাথরে বাড়তে থাকা শেওলার মত

চোখের পাতায় উড়ছে ধুলো ,ভাঙছে জীবন হৃদয় খাতায় আসছে তুফান ,আসছে যে ঝড় 
তোর ছন্দ জুড়ে আমি পাগল খেয়াল খুশির শব্দ ঝরে

আর কিছু না রাত্রি জুড়ে ভীষণ দামাল হৃদয় খাতে বাঁচতে থাকা হৃদয় কাঙ্গাল আসছে জীবন তোকে ছুঁয়ে সকল সময় শান্ত আমি ,হৃদয় কাঙ্গাল তোকে ছুঁয়ে

শুধু তুই বুকের কালবৈশাখিতে তৈরী হওয়া চেতনা মাঝে। হৃদয় ভরা মেঘের দেশে বৃষ্টি আসে তোকে ছুঁয়ে। চোখের পাতায় মেঘলা সময় হৃদয় তোকে জড়িয়ে ধরে ভালোবাসে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...