Saturday, April 11, 2015

আর কতক্ষণ

আর কতক্ষণ
............... ঋষি
============================================
এই মুহুর্তে যখন জীবিত পারদ ঘামে জলে নাজেহাল
তখন ব্লটিং পেপারে শুষে নেওয়া ইচ্ছেগুলো।
একসাথে হৃদয়ের গন্ধে
আমার ঘামে ভেজা কবিতায়  ঢুকে যাওয়া এরোপ্লেন মাথার ভিতর।
উড়ে যাচ্ছে রোদ ঝলমলে  উষ্ণতার ভিজে আদরে
আর কতক্ষণ।

একমাত্র সম্বল হাতের সিগারেটের আগুনের তৃষ্ণা
গড়াগড়ি সামনে ফুটপাথ।
হিসেবের ভিড়ে ব্যস্ত সড়ক নিয়মিত গতিশীল
আমি স্থির ,আমার কবিতার হৃদয়ে আকাঙ্খা।
সকল সুস্থ ,স্বাবাভিক মানুষের মতো
এক ঝাঁক রৌদ্র পরিযায়ী পাখি।
মাথার ভিতর বো করে ঘুরে মুক্তি থেকে সোজা নিচে
আমার ভিতর ও বাহিরে মনের আনন্দে
আর কতক্ষণ।

চেনা মুখখানি ,চেনা তিল
মুচকি হাসি , অজস্র ঝরে পরে রক্তবিন্দু গোপনে।
দাঁড়িয়ে আছি
একলা কোথাও দূর থেকে দেখছি এগিয়ে আসা সকালের শিশির।
উড়ে যাচ্ছি শহর পেড়িয়ে বন্দর ,ঘোর ভেঙ্গে গেলো
কি কতক্ষণ এসেছো  তুমি। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...