Sunday, April 26, 2015

পাগলাটে প্রেম

পাগলাটে প্রেম
.................. ঋষি
=======================================
আদুরে পাগলামো ছুঁয়ে তোর শরীরে মেটো গন্ধ
ক্ষনিকের অধিকার ছুঁয়ে তোর খোলা বুক
হৃদয় অন্ধ।

কি করি বল
তোকে কাছে পেতে চাই, হৃদয় গভীরে।
আরো গভীরে ,দূরে কোথাও দূরে দূরে
তোকে ছুঁয়ে যেতে চাই।

নিঃশ্বাসে  বিষ লাগে এই বেঁচে ফেরায়
তোর খোলা বুকে মুখ ঘষে নিজেকে খুঁজে পেতে চাই।
অনেকে নেমেছি আরো নিচে
তোর নাভির গন্ধ একটা পৃথিবী আমি গড়ে নিতে চাই
কি করি বল।

স্পর্শের আগুনে জ্বলে যায় বুক
পোড়া সময়ের অমোঘ স্পর্শে আমি পুড়ে যেতে চাই।
প্লিস পোড়া আমায়
তোর বুকের মাঝে ,তোর অস্তিত্বের মাঝে ,তোর সময়ের মাঝে
প্লিস পাগল কর আমায়।

আদুরে পাগলামো ছুঁয়ে তোর  শরীরের গন্ধে এই বিকেলবেলা
ক্ষনিকের অধিকারে আমাকে উজার করে দে
আমাকে আরো কাছে টেনে নে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...