Sunday, April 26, 2015

কিছু কথা

কিছু কথা
............. ঋষি
================================
কিছু কথা হবে
কিছু না বলা কথাগুলো চোখ বলে যাবে ,
আদুরে হাওয়ায় শীতল বৃষ্টি।
ভিজে বিছানার চাদরের অন্তরে
কিছু কথা  রয়ে যাবে।

শরীরের অদ্ভূত গন্ধ হৃদয় ছাড়িয়ে ঠিক ছুঁয়ে যাবে
একলা দাঁড়ানো বারান্দায় আকাশের কল্পনায়।
নেশা বুনে যাবে
নেশা জীবন ,নেশা অস্তিত্ব ,নেশা বেঁচে ফেরা,
অদ্ভূত কল্পনায় সময়  চলে যাবে।

কথা হবে
তোর সালোয়ারের অদ্ভূত চাহুনিতে
শরীর বুঝে যাবে।
খুলে যাবে ওই বিধাতার গিট অদ্ভূত প্রহসন
তোর ঠোঁট ছুঁয়ে বৃষ্টি
আমায় ছুঁয়ে যাবে।

কিছু কথা হবে
না বলা অন্তরের ক্ষণিক আগুনে জ্বলে পুড়ে যাবে।
আদুরে নরম তোকে ছুঁয়ে হৃদয় বলে যাবে
কথা হবে কিছু
তবে বাকি কথা লুকিয়ে কথা কবে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...