Wednesday, April 8, 2015

শব্দের মিছিল

শব্দের মিছিল
.................... ঋষি
===========================================
শব্দরা উপস্থিতির সাক্ষী
জীবিত কিংবা  মৃত  তার উপলব্ধি নয়।
সাদা পাতায় সাজানো শব্দের মিছিলে শব্দরা প্রভাতি সূর্য
নতুন আলো আমার কাছে।
কিন্তু কেউ বোঝে না যে শব্দরা
আসলে কেউ আঙ্গিক নয়।

উষ্ণতার আবেশে নেমে আসে শব্দরা
শিরশিরে অনুঘটক শরীরের শিরায় শিরায়।
শব্দদের বাঘ বন্দী খেলায়
অনভূতি ,চেতনা ,পঞ্চ রিপুর ভিড়।
শব্দরা উপস্থিতির মিছিল
সার দিয়ে  নেমে আসে কানের আদিম গুহা বেয়ে।
মস্তিষ্কের  আদিম ফ্যাক্টরিতে দ্রুততায়
তারপর যত মেশিনারি ভিড়
বদলায় উপস্থিত শব্দ সড়কে।

শব্দরা শব্দরা উপস্থিতির সাক্ষী
জীবিত কিংবা মৃত বাহানায় স্পর্শ রেশ থেকে যায়।
সাদা পাতায় একের পর এক শব্দ যেন পিঁপড়ে মিছিল
কবিতা হয়ে বয়ে যায়।
কিন্তু কেউ  বোঝে না যে শব্দরা  ভীষণ যাযাবর
কিন্তু মোটেই তারা সংসারী নয়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...