Friday, April 3, 2015

অভিমানী দূরত্ব

অভিমানী দূরত্ব
................. ঋষি

=======================================
যেটুকু নিজস্ব ছিল সব কিছু উবুর করা বোবা রৌদ্র
শুয়ে থাকা অভিমানী দূরত্বের ফাঁকে,
বুকের পাঁজরে হৃদয় আটকে থাকে।
বোবা শব্দের ভিড়ে অজস্র শব্দ মহল কুহেলিকা
এই গোধুলি বেলায়
অভিমানী দূরত্ব তোর দোর গোড়ায়।

সময়  পেড়িয়ে পথে দুর্যোগ
মারাত্মক জ্যাম বোবা রৌদ্রের মাটির কলসে।
একটু মিষ্টি হাসি
গড়িয়ে পরা তৃষ্ণা চোখের কালিতে রাখা।
কিছু কবিতার পাতা ,উড়ন্ত স্বপ্নের ভিড়
সবটুকু ফাঁকি।
একলা ক্যানভাসে ছবি আঁকাআঁকি
তোমাকে চাই।
আরো গভীরে অন্য কোথাও ,কখনো কোনদিন
অবেলায় ,
আমি দাঁড়িয়ে একা তোমার দরজায়।

যেটুকু নিজস্ব ছিল সবটুকু উবুর করা বোবা রৌদ্র
মুখোমুখি অজস্র অঙ্গীকার বিছানো কাটা
আমি হেঁটে যাই।
রক্তে ভিজে যাওয়া হৃদয়ের সাদা পাতায়
তোমার নাম ,
অভিমানী দূরত্ব তোমার কবিতায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...