Friday, April 10, 2015

স্বপ্ন চুল্লি

স্বপ্ন চুল্লি
.......... ঋষি
=================================
জানলার শার্সির কাঁচে গড়িয়ে নামে ঠোঁট
কিছু কবিতা তোর লিপস্টিকে লেগে থাকে।
যন্ত্রনাগুলো তোর সবুজ নেলপালিশ
যা আমাকে জীবিত রাখে।

সময় সময় ছুঁয়ে যায় যে হাওয়া
ইনবক্সে জমা দীর্ঘ শ্বাস।
আমাকে পাগল করে যায় সময়
মিথ্যা ভরা তোর আশ্বাস।
মিথ্যা বলি নি ,সময় পালকে ভাসতে থাকে অহংকার
শুকিয়ে যাওয়া গোলাপ জানে না
বৃষ্টি কালিন আশংকা।

জানলার শার্সিতে গড়িয়ে নামে জল
কিছু কবিতা তো মৃত সেজে থাকে।
যন্ত্রনাগুলো নীলচে আকাশ
জানিস স্বপ্ন চুল্লিতে থাকে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...