Saturday, April 25, 2015

একমাত্র আমি

একমাত্র আমি
............. ঋষি
=======================================
শোয়ানো হলো তাকে
পথে হেঁটে যাওয়া অজস্র সমীকরণরা বুঝলো না।
কেউ কিছু টের পেল না
শুধু আমি দেখলাম রোদ ঝলমলে দুপুরে অদ্ভূত আগ্নেয়গিরি।
জ্বলে গেল ,পুড়ে গেল অস্তিত্ব
কাম ক্রোধ বিস্ময় থেকে তৈরী একটা মুহুর্তের
বেঁচে ফেরা।

বোবা জানোয়ারের মত অজস্র স্পন্দনে
অদ্ভূত আতঙ্কে শোয়ানো মৃত লাশটা।
কেউ জানলো না ,টের পেল না কেউ ,কোনো খবর
শুধু আমি বুঝলাম।
বহুদিন ঘুরে ফিরেছি মর্গের আশেপাশে তোমাকে বুঝবো বলে
অবেলায় বাড়তে থাকা মেদের দরবারে।
নিজেকে সংযত রেখেছি কারণ পুড়তে চাই নি আমি
নিজস্ব দংশনে।

ভাবি যদি এইমুহুর্তে জন্মান্তর ঘটে যায়
স্পর্শ লোভের সাথে যদি ফিরে আসে অস্তিত্বের দিন।
সেই বিকেবেলায় তোমায় দেওয়া গোলাপের আনন্দে
কিন্তু ঘটনাটা সত্যি হলো শেষে।
শোয়ানো হলো তার মৃত লাশটা
আশেপাশে কেউ জানলো না আমি ছাড়া।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...