Tuesday, April 21, 2015

আরো গভীরে

আরো গভীরে
............. ঋষি
==========================================
জীবিত আমি তুই জানিস
ওমা সেকি রে মাথা নাড়ছিশ  কেন।
বোবা সমুদ্রের ওপাড়ে  একটা দেশ আছে তুই জানিস
কি বললি জানিস ,যাক তুই কথা বলতে পারিস।
আমি ভাবলাম ঘুমিয়ে পড়ছে সময়
তুই ছাড়া একলা এই সময়।

ভাবতে ইচ্ছে করছে তোকে বুকে টেনে নি
খুব কাছে বুকের ভিতরে।
তোর ধুকপুকটাকে  প্রশ্ন করি
বলতো কোথাই আমি।
তোর ঠোঁটে ঠোঁট ঘষে ,তোর খোলা বুকে জীবিতের গন্ধ
আমার নিজেকে জীবিত ভাবতে ইচ্ছে করছে।
প্রতিদিনকার অসংখ্য কম্পনে
অসংখ্য পরিবর্তন
আমার কেন জানি আজ পরিবর্তন করতে ইচ্ছে করছে।
নিজেকে ,সময়কে
খোলা আকাশের মেঘ বৃষ্টির পরে লুকোনো অভ্যস্ত নিজেকে
আজ তোর সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করছে।

জীবিত আমি তুই জানিস
ওমা অমন করে মাথা নাড়ে কেউ।
শ্মশানের  ছাইয়ে পড়ে থাকা প্রাগঐতিহাসিক  জীবাশ্ম
বাতাসে ছাই পোড়া চামড়ার গন্ধ।
তবু জানিস আমি বাঁচতে চাই
ভালোবেসে আরো গভীরে তোর একসাথে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...