Tuesday, April 21, 2015

হৃদয় ঘরে

হৃদয় ঘরে
............. ঋষি
===============================
প্রাসঙ্গিকতা হারানো শব্দের নুপুরগুলো
কিছু শব্দ বড় বেমানান হৃদয়ের।
রিনিঝিনি  তোর পায়ে বাঁধা অদৃশ্য পদচারণ
কোনো অলৌকিক বজ্রপাত এই সময়ের।
তোর সময়ের হাতঘড়ি আমাকে একলা  করে
তোর হারানো নুপুর আমার হৃদয় ঘরে।

সবটাই ধারাবাহিক হৃদয়ের ভূমিকায়
শুয়ে থাকা বোধগুলো উঠে দাঁড়ায় প্রতিবাদ করে।
মানুষের চিতার সমীরণে সাদা রং
আরো গভীরে কোথাও লাল হয়ে যায়।
আসলে লাল রং
আমাদের হৃদয়ের গভীরে ক্ষতবিক্ষত করে।
ভীষণ প্রিয় কবিতার মত
কিছু না ভোলা শব্দগুলো  বড় অবুঝ বলে ।

প্রাসঙ্গিকতা হারানো শব্দের নুপুরগুলো
তোর হারানো নুপুরের একখানি আমার ডেস্কটপে।
বয়ে  যায় সময় থেকে সামুদ্রিক ঝড়
মুশল ধারা বৃষ্টি চারিধার।
এখন  বৈশাখী রৌদ্র শুকিয়ে যাওয়ার সময়
অথচ তুমুল বৃষ্টি হৃদয় ঘরে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...