Tuesday, July 14, 2015

কিছু কথা

কিছু কথা
................ ঋষি
===========================================
কিছু একটা থেকে যায় নামের মত
পিকাসোর তুলি থেকে পা মাপা দূরত্বে একটা কিছু।
হয়তোবা বা মুখোশ কিংবা ধর স্তব্ধতা
আচমকা বৃষ্টি আসার মত ইলিশগুঁড়ি শহরের মাটির ভিতর।
ব্লু জিন্স ,এক গাল দাঁড়ি ,আর চোখের তলায় ঘন কালি
পকেটের চামড়ার পার্সে হারানো সময়
ছেঁড়া চিঠি।

কোনরকম রাখঢাক  ছাড়াই অন্তর যন্ত্রণার সাবমেরিনে অমিল
কিছু কথা।
মিল থাকে
কিছুটা স্তব্ধতা মোড়া।
প্ল্যাস্টিক মোড়কে রগড়ানো সময়ের শব্দের মত
অলিখিত থাকে।
নিশ্চন্ত সময়
কিছুটা ঘুমের ঘোরে।
আচমকাই হুড়মুড়িয়ে ঢুকে পরে নীল রংটা আকাশ থেকে
যেন কোনো এক আগন্তুক।
যেন আমার প্রিয় রঙের আদরে মোড়া আতর মুহূর্ত
সবসময় লুকোচুরি।

কিছু একটা থেকে যায় নামের মত
হয়তোবা মুখোশের আড়ালে লোকানো অদ্ভূত মুখগুলো।
কিংবা ধর স্তব্ধতা মেশানো লাল রঙের প্যালেট
ক্যানভাসে তুলি টান ,একের পর এক।
আচমকা আকাশ ভেঙ্গে পরে পট্রেটে মুষলধারে বৃষ্টি
পকেটে চামড়ার পার্সে  নিয়মমাফিক জীবন
লুকোনো চিঠি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...