আমাদের ভিতর
............ ঋষি
==================================
কতবার যে ভেবেছিলাম হারিয়ে যাব
সাদা পাতার উপর ফোঁটা ফোঁটা রক্তবিন্দু।
আমার শরীর ,সংসার ,মাংসের মেলবন্ধন
শব্দরা সব নারীর মতন প্রেয়সী আমার কাছে।
ভেবেছিলাম আমি হারিয়ে যাব কোনো শব্দ হয়ে
অথচ আমি হারালাম কোনো শব্দ হলো না।
আর যদি তার দুর্বলতার কথা ওঠে
তাহলে বলতে হয় হৃদয়দৌবর্ল্য আমার আজন্মর ব্যাধি।
বারংবার ছুটে গেছি গভীর গিরি প্রান্তরে
পাথর ভেঙেছি ,জীবন ভেঙেছি ,রক্তাক্ত সড়কে একলা দাঁড়িয়ে।
অথচ একবার ভাবতে পারি নি
দেওয়ালের ওপারে তোমার মাংসের ভিতর ,তোমার বুকের ভিতর।
একটা ধুক পুক শব্দ আছে আমার মতন
তোমার শিরার টানেলের রক্তের প্রতি কোষে।
আমার জীবিত রক্ত আছে বেঁচে থাকার
অদ্ভূত না।
কতবার যে ভেবেছিলাম হারিয়ে যাব
পাতার পর পাতা লিখে রাখবো আমার গভীর ধুকপুক শব্দটা।
আমার শরীর , সংসার ,আমার জীবিত মাংসগুলোর
আমি লুকিয়ে রাখবো কোনো মমির ভিতর অবলীলায়।
ভেবেছিলাম হারিয়ে যাব ,আসলে হারিয়ে যাচ্ছি আমি
নিজের ভিতর ,তোমার ভিতর ,আমাদের ভিতর।
Thursday, July 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment