Wednesday, July 29, 2015

হেডলাইনস চব্বিশ ঘন্টা

হেডলাইনস চব্বিশ ঘন্টা
...............ঋষি
=====================================================
আজ ১৩ ই  শ্রাবন
তেমন কিছু নয় দিনটা জীবনের কবিতায়।
তবুও কেন জানি কিছু কাঁচের টুকরো লেগে আছে সময়ের প্রলেপে
দুধ কেটে যেমন ছানা ,ঠিক তেমন সময়ের কথা বলতে মানা।
আসলে বলতে নেই
বললেই সারা বিশ্বময় চব্বিশ ঘন্টা আবহাওয়ার খবর।

সমস্ত জীবন জুড়ে ছোটো ছোটো ঘর
ঘরের ভিতরে এবং বাইরে দুদিকেই জীবন শুয়ে থাকে।
অসংখ্য সময়ের মুখ ভেঙচি কাটে
সময় মাড়িয়ে যায় যেমন রাস্তায় বেআব্রু ভিখারী।
বুকের উপর উঠে দাঁড়ায় কখনো কখনো মস্ত হাতি
হেলে দুলে উঠে আসা রাস্তায় সরকারী ট্রামের মতন হারানো সময়।
হারানো দূরত্বের মানে খোঁজে জীবন ভালোবাসার কাছে
আসলে সেটা বাঁচার কাছে।
আর কতটা বাঁচবো আমি ?
আর কতদিন তোমার বুকের সাথে বুক।
ঠিক দেওয়ালে টাঙানো আগামী ক্যালান্ডারে অসংখ্য শ্রাবন
আমি বাঁচতে চাই তোমার বুকে।

আজ ১৩ ই  শ্রাবন
তেমন কিছু নয় দিনটা সময়ের আবর্তনে চব্বিশ ঘন্টায়।
বদলানো আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় আকাশের মুখ ভার
বুকের ভিতরে তুমুল তুফান ,ভাঙছে ঘর ,ভাঙছে জীবনের আঁকড়ে ধরা।
এর থেকে বেশি বলতে নেই
তবে খবর শিরোনাম চব্বিশ ঘন্টার হেড লাইন।

  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...