Wednesday, July 15, 2015

ঘুম পায়

ঘুম পায়
.............. ঋষি
=============================================
ঘুম পায় ,আজকাল ভীষণ ঘুম পায়
শুয়ে থাকি ওই বরফ ঘেরা সাদা পাউডারের দেশে।
যেখানে চারিপাশে শুধু স্বপ্ন
আর আমার বরফ কঠিন  অস্তিত্ব ভিজিয়ে যায়।
পাহাড়ি রৌদ্র ,একটু উষ্ণতার খোঁজে
সুখস্পর্শে কেটে যায় সময়।

কেউ বলেছিল ঘুমের কোনো দেশ হয় না
অথচ বিজ্ঞান শিখিয়ে দিয়েছে ঘুম মানে এনার্জি কন্সারভেসন।
অথচ আমি ভাবি ঘুম মানে স্বপ্ন যেটা মৃত্যুর প্রেমে
আর মৃত্যু স্বয়ং এগিয়ে আসা ভাবনাদের মত স্বাবাভিক।
ঘুমের মধ্যে নেমে আসে স্বয়ং যমরাজ
কিন্তু শান্তি।
সত্যি মৃত্যুর কোনো দেশ হয় না
অথচ ঘুমের হয়
শান্তি আর শান্তি।

ঘুম পায় ,আজকাল ভীষণ ঘুম পায়
শুয়ে থাকি কুচো কুচো বরফের নিচে শেরপাদের দেশে।
আমি  ভাবনাদের শীতলা ছুঁয়ে  মৃত্যু ধরতে চায়
আর আমার  বরফ কঠিন অস্তিত্ব ,যেটা অথচ মৃত।
পাহাড়ি রৌদ্রে ভিজে ,ভাবনা চড়তে থাকে
একটু শান্তি পাবে বলে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...