Tuesday, July 7, 2015

সময় ভালোবাসা

সময় ভালোবাসা
........... ঋষি
===================================
এই তো বেশ বদলানো কবিতা
ভারি আরো কিছু ভারি হয়ে হাওয়ায় ওল্টায়।
চশমার পাওয়ারে ধরা পরে চোখের বালি
বৃষ্টি আজকাল আমাকে ভিজিয়ে ক্লান্ত
আলতো  ছোঁয়া ছুঁয়ে কাঁদে হৃদয় খালি।

সামান্য আলাপে তুমি তাকে মৃত্যুর কাছে নিয়ে এলে
নিচে জল, পুকুরের  নিচে সবুজ শেওলা জমতে থাকে।
শুধু ঠোঁট নিয়ে অফুরান উনিশ বিষ সম্পর্ক
ঐ ঠোঁটের ফুটে  ভিজে ঠোঁটে
আগুন খালি।

সামান্য আলো অন্ধকার চিরে রৌদ্র রাখে বুকে
হেঁটে যায় সময় ভিজে মৃত্যু সুখে।
তুই ঈশ্বর বলিস নামিয়ে ফেলিস মাথা
বরফের ঘরে আমার কবিতা রাখা
সবটাই লুকোনো খালি।
                     
বাওয়াল বলে জীবন খুলে রাখিস
মৃত্যু জুড়ে কবিতার মত হাসিস।
খালি গুলো জ্যান্ত পাখি বাসা
ময়ম দিয়ে জীবন শুধু ঠাসা
মিথ্যে বলিস সময় ভালোবাসা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...