Thursday, July 9, 2015

শেষ পাথর

শেষ পাথর
............ ঋষি
===========================================
উৎসের দিকে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে তাপ
শুধু রাতের শব্দ নয়।
মঞ্চের বাইরে এক পৃথিবী  কোলাহল এখন শান্ত নদী
তির তির শান্ত প্রবাহে কোনো ভাবনা নেই।
চলতে থাকা ভাঙ্গনের মাটির তীর  ধরে
বিন্দাস এক আকাশ বুকে।

প্রথম পলির  শেষ পাথর’ খুঁজতে খুঁজতে এত দূর
এত দূরত্বে।
যে দূরত্বে  ছুঁয়ে থাকে না হারানোর কিছু
যে দূরত্ব  স্বয়ং ঈশ্বর এখানে।
সেখানে ভয় কি
শহর জোড়া ভাবনাদের বাসি  আস্তানা ছেড়ে।
একটু সবুজ হতে বাধা কি পরম আদরে
খরা -উর্বরায় চিহ্ন নিয়ে চলতে থাকা।
হৃদয়ের মাপকাঠিতে অন্ধকার যতক্ষন জেগে থাকে
তাকে একলা করে দেও
তুমি বিন্দাস সারি দেওয়া আকাশের পাখি।

উৎসের দিকে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে তাপ
কোনো কুয়াসা আমাকে পিছিয়ে রাখতে পারবে না।
মঞ্চের বাইরে কোলাহলে এক প্রকার তৃপ্তি লোকানো
আমি জীবিত আছি হে।
আমার বিশ্বাস শান  দেওয়ার  কালো পাথরের মতন ক্ষয়িষ্ণু
অথচ  তৈরী হাতিয়ারের  মতন ধারালো। .

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...