Wednesday, July 15, 2015

ঝগড়ুটি তোকে

ঝগড়ুটি তোকে
.............. ঋষি
-----------------------------------------------------------------
--------------------------------------------------------------------
ঝগড়া করবি একটু
তোকে মানায় ভালো মহিষমর্দিনী রূপে।
প্লিস তুই আবার ন্যারব্যারে বঙ্গ ললনা হয়ে যাস না
কপালকুন্ডলা রূপে তোকে মানায় ভালো।

সংসার আর সংসারের বাইরে একটা তরী
যার চারিদিকে আগুন।
আগুনের মাঝে তোকে কালিরূপে নো তোয়াক্কা প্রেমে
বেশ লাগে।
আমি বলি নি তোকে আকাশ দেখতে নেই
আমি বলি নি কখনো তোকে ঈশ্বর ভাবতে নেই ,
তবে হৃদয়ের কবিতায়
তোকে ঝগড়ুটি  দেখতে আমার বেশ লাগে।
সত্যি বলছি
বৃষ্টি ভেজা কাগজে কালি হারিয়ে যায় বারংবার
কিন্তু হাজারো বৃষ্টিতে তোকে কংক্রিট দেখতে বেশ লাগে।

ঝগড়া করবি একটু
তোকে মানায় ভালো বর্ষা হাতে ফরিঙের মত।
প্লিস তুই আবার নড়বড়ে সেই কুট্টুস মেয়ে হয়ে যাস না
তোকে এমন ভয়ংকর ভাবতে আমার বেশ লাগে।    

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...