Saturday, July 4, 2015

খিদে জ্বাল আগুনে

খিদে জ্বাল আগুনে
................. ঋষি
======================================
খিদে জ্বাল হচ্ছে  আগুনে
ভাঙ্গা জীবিত কাপ ,ডিশ,জড়ো করা সংশয়ের।
রান্না হচ্ছে  একসাথে ,ঘেটে ঘ
না খিচুরী।
বুঝবো বলে ক্ষুধিত পাষানের টাইম লাইন  ধরে হাঁটছি
আসলে দৌড়চ্ছি নিজে নিজের পিছনে।

হলুদ সালোয়ারের গলার ভাঁজে আটকানো আতঙ্ক
স্থির হয়ে নামা কাঁপা কাঁপা হাত শরীর বেয়ে।
খুঁড়ছি মাটি ,মাংস ,রক্ত,শিরা উপশিরার
বাঁধানো ভিটে রাখা আমার মাথা তোমার বুকের ফাঁকে
শান্তি খুঁজছি আরো দূরে সরে থাকা মুহুর্তদের।

জুতো খুলে রেখে দাগ মুছে হেঁটে চলা
পবিত্র কম্বলে লোকানো ডাকাতি সর্বস্ব পুজোর ফুল।
আমি হৃদয়ে গেঁথেছি কাটা
আর চেতনায় ছড়ানো গোলাপের সুগন্ধী উপদ্রব
নিস্তব্ধতা শিরদাঁড়া  বেয়ে।

খিদে জ্বাল হচ্ছে  আগুনে
বেঁচে থেকে পোড়া দাগ দৈনন্দিন অবুঝ আগুনে।
তেল ,লঙ্কা ,হলুদ ,একটু সর্ষের তেল মিশিয়ে
মাংস রান্নাঘর।
বুঝবো বলে ছুটে গেছি দুহাত বাড়িয়ে তোমার দিকে
আসলে দৌড়চ্ছি আমি অনন্ত প্রশ্রয়ে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...