Sunday, July 19, 2015

মেরে পাস মা হ্যা

মেরে পাস মা হ্যা
.............. ঋষি
============================================
যে ভাবে তৈরী হয় ইঁট লাল রঙে
সেখানে মাটি থাকে।
দেওয়াল গেঁথে পারদে পারদে মাটি জমতে থাকে
সবটাই আমার একসাথে।
আমার মাটি
এর নাম স্বাধীনতা।

সরল মানে বলে ইতিহাস
ভাগ বাটরার পরে যা থাকে তাকে টুকরো বলো।
টুকরো কর অস্তিত্ব ,মাটির ঘর
মায়ে বুকের মাঝখানদিয়ে চিরে ফেলো মানুষের আমিত্ব।
স্বজাতীয় বিভাজন
না তলোয়ারে ভয়।
না কি ভাষা
না কি ধর্ম।
না কি ভিন্নতা
নকশা করে নিজের মতন দেশ তৈরী করো।
এপার আর অপার দুপারেই আমি
আমার দেশ ,আমার মা।

ইঁট গাঁথো ,ইঁটের পর ইঁট
নিজেকে ভাঙো টুকরো টুকরো কর হারাধনের ছেলেদের মতন।
দেয়াল গেঁথে দেশ তৈরী কর
নাম দেও বিভাজন ,স্বাধীনতা।
কিন্তু মা ,সেই অমিতাভ বচ্চনের সিনেমার ডায়লোগ
মেরে পাস মা হ্যা ,রক্তাক্ত ,বিভাজিত। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...