Tuesday, July 21, 2015

নীরবতা কাম্য

নীরবতা কাম্য
.................... ঋষি
===============================================
নীরবতা কাম্য
তবু আমি সুযোগ নিতে পারলাম না।
চোখ কাঁচের হতে হতে
কাঁচের ভিতর ,স্বচ্ছ জলের ভিতর।
পাথরের চোখ
আমি জানো পাথর ভাঙ্গতে পারলাম না
পারলাম না কাঁচের চোখ লাগাতে।

তবু কেন জানি ছুঁতে চাওয়ার ইচ্ছা
থাকছে চিরকাল।
যেমন ধুকপুক ছুঁয়ে তোমার নামটা চিরকাল আবহাওয়ার মত
স্থির নয় ,অস্থির মনের ভাবনায়।
শূন্যতা
ঈশ্বরের চোখ।
জানি সূর্য কখনই বলে নি তার আগুনে সৃষ্টি চঞ্চল
তেমনি তোমার আগুন।
আমি পুড়ে ছাই,তোমার গলিত লাভাগুলো ক্রমশ
ঠোঁট বেয়ে ,আত্মা বেয়ে ,আমাতে বিলীন।

নীরবতা কাম্য
শান্ত চোখে দেখা সবুজ পৃথিবীর দিকে যার অধিকাংশ নীল।
জলের কোনো রং হয় না
স্বচ্ছ জলের আয়নায় ধরা পরা তোমার মুখ।
কেঁপে ওঠে প্রতি কম্পনে বারংবার
ছোটো ছোটো ঢেউ কোথাও স্থির
কোথাও বড় অস্থির। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...