হিপ হিপ হুররে
............... ঋষি
================================================
যখন কোনো অরণ্য কুড়োচ্ছে সমাজের ভিত
তখন নিজেকে স্বতন্ত্র করে খুঁড়ে ফেলছে মাটি সটান জেনারেশন।
আম আদমির কে লিয়ে দো ওয়াক্ত কা রোটি ,শোনে কে লিয়ে ছাদ
আর উত্তরের যন্ত্রনাটা উহ্য থাক।
রোশনাই জামানেমে নাবাদ মোহাব্বত- ওর জিন্দা রেহনেকি খোয়াব
আর ভীষণ বেকার নাকি সব।
যদি অরণ্য শহরের সমকালীন কোনো জন্তুদের কারখানা থাকে
সেটা হলো জাদুঘর।
প্রাগৈতিহাসিক ম্যামথের দুধে তৈরী চায়ে
আজকাল লিকার একটু বেশি লাগে ,মিষ্টতা তো স্বভাবজনিত।
আর ইতিমধ্যে শুরু হয়েছে জেনারেশন গ্যাপের নতুন নাটক
শহর নাকি লুকিয়ে আছে মুঠো বন্দী আন্দ্রয়েডে।
ঝুকে পরছে রুপোলি চুল ,কালো আর সাদা চুল
সময় ভীষণ সস্তা জ্যামিতিক উচ্চতায়।
দুধের মতন সাদা পালঙ্কে লাল ছবিদের ভিড়
শহর বদলাচ্ছে পরীদের স্বপ্নে
ফাঁকা পকেটে রাখা নাবাদ মোহাব্বত।
উত্সব রোশনাই শহরের উচ্চতায় রঙিন বাল্বের গুড়ো ছেটানো
প্রশিক্ষণরত নাগরিক জীবনে উপছে পরছে দূরত্ব।
আমআদমি দৌড়রাহা আপনে আগে, কভি কভি দুনিয়াসে আগে
স্লোগান তো আছে লেখা করলে দুনিয়া মুটঠিমে।
খুব সহজ এই বেঁচে থাকার রসায়ন
যাকে বলে থ্রি চিয়ার্স ফর দুনিয়া ,হিপ হিপ হুররে।
Saturday, July 11, 2015
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment