Tuesday, July 21, 2015

মানুষের ভাবনায়

মানুষের ভাবনায়
.................. ঋষি
======================================================
নিজের দেশ ছাড়ার আগে
নিজের স্বত্বা ,ঘর ,বাড়ি ,সম্পর্ক ছাড়ার আগে
সে জানতো না তাকেও চলে যেতে হবে।
এই সমস্ত দেশ ,সমস্ত বিশ্ব ,সমস্ত মানচিত্র ছেড়ে
অন্য কোথাও ,অন্য দেশে।

মানুষ  এমন ভাবছিল
আজকাল তো ঈশ্বরও স্বর্গচ্যুত ক্রমশ সময়ের পরশে।
 ঈশ্বর হেঁটে যাচ্ছেন বিরক্তি নিয়ে ভাগাড়ের উপর দিয়ে
নিজস্ব পোশাকগুলো তুলে হাঁটছেন পথে।
আর পথের পাশে পরে আছে গলা পচা মৃতদেহ ,মানুষ ,জীবন ,জানোয়ার
সর্বত্র থেকে উঠছে হাহাকার ,কান্না ,যন্ত্রণা।
তাদের পায়ে লেগে যাচ্ছে ক্রমশ
মহাকালের কান্না আর অস্তিত্বের বমি।

মৃত মানুষের ,অন্ধকার অস্তিত্বের গুনটি করছেন ঈশ্বর
মানুষ ভাবছে ,পৃথিবীর জন্মের ইতিহাস।
প্রথন প্রাণ ,প্রথম কোষ ,প্রথম সঙ্গম ,প্রথম জন্ম
প্রথম আগুন ,প্রথম খিদে ,প্রথম মৃত্যু ,প্রথমবার।
যাকিছু প্রথম তাদের সুস্বাগতম
অথচ মৃত মানুষের বুকের চড়ায় ঈশ্বরের পা।
চোরাবালি ,ঈশ্বর ডুবে যাচ্ছেন
ঠিক যেমন মানুষ মৃত্যুমুখী।

নিজের দেশ ছেড়ে পরিচয়পত্রের দুপাশে খুঁজছেন ঈশ্বর
সঠিক ঠিকানা ,সঠিক স্থান ,সঠিক হৃদয়।
ঈশ্বর কনফিউসড কোথায় থাকবেন
মন্দির ,মসজিদ ,গির্জা ,গুরুদ্বার কিংবা মৃত্যুতে
সঠিক পরিচয় খুঁজছেন ঈশ্বর মানুষের হৃদয়ে।

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...