Sunday, July 19, 2015

আলেকজেন্ডার তোমার নাম


আলেকজেন্ডার তোমার নাম
................ ঋষি
==============================================

অস্থিরতা বেঁধে দেয় চোখে পাতায় 
তোমার জামাকাপড়ের ফাঁকে কত চোখ লুকিয়ে পরে। 
নিজের মতন 
তোমার নাম আলেকজেন্ডার। 

জলে পা দিয়ে ভিজিয়ে দেয়
অস্থির মনের ভিতরে উপসি পা। 
স্মৃতির নাম দুঃখ ,তোমার নাম আনন্দ 
কোনরকম অস্থিরতা ছাড়া চোখ বেয়ে শরীরে স্পন্দন। 
আলেকজেন্ডার চলেছে বিশ্ব জয়ে 
তার আগে পরে উপচে পরছে জীবন রক্তাক্ত মাটি। 
অথচ তোর চোখে লেগে শান্তি 
আমার ভিতর। 

কলমের নিবে ছুঁয়ে যায় তোমার জমানো লজ্জা 
তোমার জমানো স্তব্ধতা।  
অন্ধকার শহরের মুখে আদরের ঢাল 
যেখানে আমি নেই অথচ ছুঁয়ে। 

No comments:

Post a Comment

অন্ধকার শহরের কবিতা

ঘুম আসে না  অন্ধকারে তোমার মুখটা ঘরের ডিমলাইটের মতো জ্বলে  পাশে পরে থাকে জীবনের ঘোলাটে হয়ে যাওয়া চশমা,  সূর্যাস্তের পরে প্রতিদিন ওষুধের ঘর ,...