Wednesday, July 29, 2015

মানুষের কান্না



মানুষের কান্না
............ ঋষি
===============================================
যে পৃথিবীর স্বপ্ন দেখি আমরা 
আর কতদূর ,আর কতদূর কেঁদে চলেছে মানুষ। 
নিজস্ব কার্বন কপিতে দৈনন্দিন বাড়তে থাকা মানুষের মতন 
অসংখ্য কার্বনের ধোঁয়া ,মিথ্যা ,অশিক্ষা ,অপসংস্কৃতি। 
শরীরে হওয়া না শুকোনো ঘায়ের মতন ধর্ষণ ,নির্যাতন ,শিশু শ্রম 
অপরাধীর মতন মানুষের কারাগারে একলা দাঁড়িয়ে বিশ্ব। 

মানুষ কাঁদছে
কতদূর আর কতদূর। 
আলোর মতন সোনালী ধান ভরা মাঠ
শিক্ষার আলোয় উজ্বল মানুষের অবস্থান।.
অবনমিত পশুত্ব 
নিজেকে জয় করার জন্য প্রয়োজনীয় জয় রিপুদের। 
অনিবার্য সময়ের আকাঙ্খায় পৃথিবী হচ্ছে ভীত
মানুষ দুর্বিনীত চেতনার পারে। 
নেই ধর্ম ,নেই চেতনা ,নেই বিশ্বাস ,মানুষ মানুষের দাস 
স্বার্থপরতা গলকম্বলে হাতবুলিয়ে
রাশি রাশি স্কোয়ারফিটে জীবন ।
মাপার জন্য সম্পর্ক্য অসংখ্য ফাটল ,ভেঙ্গে পড়তে চাওয়া বাঁধ।
বারংবার থুথু চাটা সমাজের ভিত 
মানুষ বড় কাঁদছে এখানে। 

যে পৃথিবীর স্বপ্ন দেখি আমরা 
আর কতদূর ,আর কতদূর কেঁদে চলেছে মানুষের। 
মানুষের পাশে দাঁড়ানো আনড্রয়েড সভ্যতার ধাঁচে হারানো ইতিহাস 
আগুন থেকে চাকা ,চাকার থেকে মেরুদন্ড। 
তারপর সবাই জানি
হারিয়ে যাওয়া সভ্যতার মোড়কে দৈনন্দিন মানুষের কান্না। 
 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...