Thursday, July 9, 2015

ভেজার জন্য


ভেজার জন্য
............. ঋষি
===================================================
নিজেকে ভালো রাখার জন্য
হয়তো তুমি খুঁড়তে  পারো হৃদয়ের মাটি।
মশারির ভিতর খুঁড়তে পারো বালিশ, তোষক
কিন্তু ভালো থাকা ,
সে তো অভিনয় নয় কোনো রঙিন ক্যানভাসে
সে যে সাদা কালো ফিল্মের পুরনো ছবি।

ঘুমের ভিতর লুকোনো অজস্র স্পন্দন থেকে
সকালে পা রাখলে তুমি মাটিতে গোলাপের গন্ধ ,ছেটানো কাঁটা।
গোলাপ কখনো কখনো রক্তাক্ত করে
কিন্তু কেন জানি তোমার গন্ধটা গোলাপের মত স্নিগ্ধ।
আমি চোখ খুলি
দেখি আলোর মতন ঝরনা আমার কল্পনায়।
আমি হাঁটতে থাকি তোমায় ধরে ,তোমার গভীরে দৈনন্দিন
রাস্তার বাতিস্তম্ভে হলুদ আলোয়
আমার ছায়া মিশে যায় তোমার সাথে।

নিজেকে ভালো রাখার জন্য
হয়তো তুমি খুঁজতে থাকো সুখ সবার মাঝে।
নিজের বালিশ আঁকড়ে ধরে ভাবতে পারো আমায় বৃষ্টি দিনে
কিন্তু ভালো থাকা ,
সে কোনো প্রশ্রয় নয় ,সে যে বৃষ্টির মতন ভিজে শব্দ
সে যে নিজের গভীরে ভিজতে থাকার সুখ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...