Saturday, July 25, 2015

সত্যি যদি

সত্যি যদি
........... ঋষি
========================================
সত্যি যদি কিছু থাকে
হাসি লুফতে লুফতে বিছানার চাদর মাখছিস তুই।
আদিম প্রবণতায় জানলা খুলছে কেউ লোভে
আসলে স্বীকৃতি চাইছে আলো।
এগিয়ে যাওয়া মানেই তো জীবন
ঝড়,ঝন্ঝাট,বাড়ি ফেরা ভেজা পথঘাট
কিছুক্ষণের নাম বেঁচে থাকা।

বাড়ি ফিরছে বত্রিশ পাটি সাজিয়ে
ঘুনে কাটা সেরেমিন্ট ঠেকানো হৃদয়ের ঘরে।
একটু সমীকরণের মত
তিন বাহু দিয়ে ঘিরে রাখার চেষ্টা করছে সময়।
সেন্টিমেন্ট বিছানো সিমেন্টের বিছানায়
আজকাল গা ব্যাথা করে।
উঠে আসে সময় আপদকালীন পাগলা ঘন্টি মস্তিষ্কের খামে
ছিন্ন বিচ্ছিন্ন করে নিজেকে সাজিয়ে ফেলি ফুলশয্যার খাটে।
ক্যামেরা চলছে প্রতি রাতে,,,,,,,, আমার সাথে
হৃদয়ের স্ক্রিনে বিছানার চাদর তুই।

সত্যি যদি কিছু থাকে
তবে আজ আর বৃষ্টি হত না সারাদিন।
আদিম প্রবণতায় চারদেওয়ালের কবিতায় তোকে ছুঁয়ে অপেক্ষা
একটি কান্নাকাটি বোধ হয়।
আসলে স্বীকৃতি চাইছে সময় ইচ্ছেমত নিজের করে
অথচ এগিয়ে চলা ঝড় ঝন্ঝাট মাঝ রাতে
তোর বিছানার চাদরে হাঁটছে কেউ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...