Thursday, July 16, 2015

স্পর্ধাহীন শোভোনতা

স্পর্ধাহীন শোভোনতা
................. ঋষি
///////////////////////////////////////////////////////////////////////////////////////

অঢেল বলে যে শব্দটা আছে
তোকে মানায়  ভালো আকাশলীনা।
আকাশ পেরিয়ে  যে স্পেস আছে ,যতটুকু আছে
তাকে আগলে রাখার কার্পন্যকে কি বলবি।
জীবন যতটুকু হারানো মুহূর্ত
তাদের শোভোনতায় গোলকের গতি স্পর্ধাহীন।

আমি নিঃসংকোচে যদি বলি তোকে ভালোবাসি
আকাশ থেকে দু একটা তারা খসে পড়বে
তুই তখন ঘুমোচ্ছিস  ।
পাশ বালিশের বুকের সাথে মেশানো শরীরের গন্ধে
তুই তখন মাতোয়ারা খোলা আকাশে  এক ফালি চাঁদের মতন
জোত্স্না ছেটাচ্ছিস পাখির পালকে।
আর আমি এক পেগ পাতিয়ালায় নিজেকে দেখছি নেশার চোখে
বারংবার আমার মোড়কে  আকাশলীনা চেনা ছবি
চেনা প্রশ্রয়ে বেআব্রু মুহূর্ত।


অঢেল বলে যে শব্দটা আছে
তোকে মানায়  ভালো আকাশলীনা।
উপসংহারে রাখা তোর  দেরাজের ড্রয়ারে  চিঠিগুলো
আতরে ডোবানো নিঃসংশয় হতে পারিস।
হতে পারিস এক মুঠো সোহাগী আদর কবিতার মতন
আমার শিরায় শিরায় এক লহমায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...