Saturday, July 18, 2015

ভয় করে

ভয় করে
................ঋষি
================================================
ভয় বলে ডাকলেই
বুকের প্রেসার কুকারে হুইসেল বাজতে থাকে।
ঠিক যেন মনের কুসংস্কার
রাম নাম সত্য হ্যায় ধ্বনি দিতে দিতে পাশ দিয়ে চলে যায় স্মৃতিরা।
ভয় করে
ঠিক তখন বুকের ক্যারাম বোর্ডে একটার পর একটা গুটি গর্তে।
উঁকি মারে, বোর্ড কমপ্লিট
গো হারা হেরে  যাওয়া।

আনুগত্য হারিয়ে কফিন চড়ে বসে মস্তিষ্ক নিউরনের ভিতর
অমরত্ব চায় জীবিত বাহানার অন্তরিত তত্বগুলো।
একটা বিদ্যুত প্রবাহ বয়ে যায় শরীর বেঁয়ে মেরুদন্ডে
সমস্ত লোম খাড়া।
ঠিক কোনো বন্য বেড়ালে দেওয়ালে পিঠ
খিলখিল করে অট্টহাসি করে বুকের সুইসাইড নোট।
মৃত্যুর আগে ঘুমের ঘরে
ভয় চেপে ধরে।

ভয় বলে ডাকলেই
ভাঙ্গাচোরা আয়নার কাঁচগুলো ছড়িয়ে পরে হৃদয়ের মেঝেতে।
ইতিউতি উঁকি মারে অজস্র সম্পদ ,ছড়ানো মায়া
ঠিক নিজের জীবিত উপেক্ষার মনিকোঠায় লোকানো নিজেকে।
টুকরো টুকরো  খুঁজে পাওয়া যায়
ভাঙ্গাচোরা আয়নার কাঁচে।
নিত্য ঘুমের ভিতর বিছানার চাদর আঁকড়ে ধরে আশ্রয় চাই
গলা টিপে ধরে দুর্বলতা ,ভয় করে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...