চালশে
..... ঋষি
===================================
সময় ফুরোতে থাকে
অথচ চলন্তিকা তোকে ফুরোতে চায় না মন।
সকালে আলোতে নতুন কোনো উৎসব
উৎসর্গ জীবন শুধু তোতে।
.
আচমকা ঘুম ভেঙে যায়
মুখের উপর সকালের আলো জানলা ভাঙা উৎসব।
উৎসব প্রতিদিন আমার শহরে
বদলানো ইতিহাসের দিশা লিখতে চাওয়া সময়ে।
চৌরাস্তায় দাঁড়ানো বিপ্লবী পাষান
দিক দর্শন করে ভূমিকা বদলাবার পায়রারা আকাশে।
.
আজকাল কবিতা আসে না
পথ চলতে পথ দূরে সরতে থাকে রাজনৈতিক মঞ্চে।
শব্দের জাগলিং করা এই জোকারটা
রাজ্ কাপুরের লিপে গান করে জিনা ইহা মরনা ইহা।
শুধু চারিপাশে ঋতুরা বদলাতে থাকে
চোখে চালশে।
.
সময় ফুরোতে থাকে
অথচ চলন্তিকা তোর বয়স বাড়ে না।
বাড়ে না আমার মনের বয়স
শুধু একান্ত আপন এই সময়ের বয়স বেড়ে যায়।
..... ঋষি
===================================
সময় ফুরোতে থাকে
অথচ চলন্তিকা তোকে ফুরোতে চায় না মন।
সকালে আলোতে নতুন কোনো উৎসব
উৎসর্গ জীবন শুধু তোতে।
.
আচমকা ঘুম ভেঙে যায়
মুখের উপর সকালের আলো জানলা ভাঙা উৎসব।
উৎসব প্রতিদিন আমার শহরে
বদলানো ইতিহাসের দিশা লিখতে চাওয়া সময়ে।
চৌরাস্তায় দাঁড়ানো বিপ্লবী পাষান
দিক দর্শন করে ভূমিকা বদলাবার পায়রারা আকাশে।
.
আজকাল কবিতা আসে না
পথ চলতে পথ দূরে সরতে থাকে রাজনৈতিক মঞ্চে।
শব্দের জাগলিং করা এই জোকারটা
রাজ্ কাপুরের লিপে গান করে জিনা ইহা মরনা ইহা।
শুধু চারিপাশে ঋতুরা বদলাতে থাকে
চোখে চালশে।
.
সময় ফুরোতে থাকে
অথচ চলন্তিকা তোর বয়স বাড়ে না।
বাড়ে না আমার মনের বয়স
শুধু একান্ত আপন এই সময়ের বয়স বেড়ে যায়।
No comments:
Post a Comment