Sunday, March 24, 2019

ভিজে আদর


ভিজে আদর
.............. ঋষি
==========================================
আশা রাখি
কোনো মেঘলা বিকেলে আবার দেখা হবে।
সেই ভিজে আদরগুলো
আবারো গড়িয়ে নামবে আমাদের মুহূর্তের জলতরঙ্গে।
আবার হয়তো কোনো কবিতা
তোমাকে ছুঁয়ে আমার কলমের নিবে মুহূর্ত জন্ম দেবে।
.
একরাশ ধোঁয়া ছেড়ে
হয়তো আমরা আবারো দাঁড়াবো পুরোনো বারান্দায় পাশাপাশি।
হয়তো কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে না
শুধু মনে কোন বৃষ্টির সুর।
তুমুল ঝড় তখন ,সময় ভাঙবে অভিমানী ঘর
উড়ে আসবে শুকনো পাতা সময়ের মতো।
সোঁদা গন্ধ তোমার খোলা বুকে
কোনো আদরের পাখি ক্রমাগত ঠুকরে খাবে আমার বুক ,
সব সত্যি তখন।
আশা করি
তখন থাকবে না কোনো মিথ্যা
শুধু খোলা জানলা দিয়ে দক্ষিণ হাওয়া প্রেম ছুঁয়ে যাবে।
.
আশা রাখি
কোনো মেঘলা বিকেলে আবার ছোঁব তোমাকে।
তোমাকে ভিজে আদরগুলো
শুষে নিয়ে আমি ভীষণ ভিজে তখন।
আবারো হয়তো কোনো কবিতায়
তোমাকে ছুঁয়ে আমার কলমে কিছু মুহূর্ত সত্যি তখন। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...