দুঃচরিত্রা মেয়েটি
..................... ঋষি
==============================================
ধর্মাবতার মেয়েটি পুড়ে মরেছিল
বাদী পক্ষের উকিল বলছে এটা ইচ্ছাকৃত গায়ে আগুন।
যদি সময় ,পরিস্থিতি অবস্থানে চোখ রাখেন
দেখবেন ঘটনাটি ইচ্ছাকৃত।
কিন্তু কেন ?
এই প্রশ্নের উত্তরে সময় বলছে মেয়েটি দুঃচরিত্রা।
.
এইবার দৃশ্যের বাইরে যাহা থাকে সেটা জানা জরুরী
শেষ সাত বছর ধরে কেসটা কোর্টে।
মেয়েটির বাবা মা প্রায় নিঃস্ব হয়ে সত্যি খুঁজছে
আর সমাজ খুঁজছে উত্তর।
সত্যি কি মেয়েটি দুঃচরিত্রা ছিল ?
এটা খবরের পাতার শিরোনাম আর মানুষের লোভের খবর।
.
হ্যা মেয়েটা যদি সত্যি আগুন দেয়
কারণ ১৪ ই ফেব্রুয়ারি রাতে তার স্বামী তাকে বেধড়ক পিটিয়েছিল।
হ্যা মেয়েটা দুঃচরিত্রা ছিল
কারণ মেয়েটি অফিস থেকে প্রায় রাত করে বাড়ি ফিরতো,
প্রায় অফিসের কাজে তাকে বাইরে যেতে হতো।
তাই বলে গায়ে আগুন ?
.
সত্যি তো উত্তর দিচ্ছে সমাজ
এই উত্তর সমস্ত মানুষ প্রজাতির পক্ষ মেয়েদের অবস্থানের উদাহরণ।
অর্ডার অর্ডার অর্ডার সমস্ত প্রমান ও সাক্ষের পর এটা পরিষ্কার
মেয়েটা দুঃচরিত্রা এবং এটা একটা দুর্ঘটনা।
কিন্তু কেন ?
এই প্রশ্নের উত্তরে মেয়েটার আর্তনাদ ধ্বনিত হলো " বাঁচাও ,বাঁচাও "।
No comments:
Post a Comment