Saturday, March 30, 2019

ফসিল


ফসিল
.............. ঋষি
========================================
জন্মের মুহূর্তে ছবি খুঁজতে চাওয়া
খুঁজে পাওয়া বিবর্ণ ফ্যাকাসে কিছু ফসিল।
সম্পূর্ণ অন্ধকার থেকে এগিয়ে যাওয়া আলোর শিহরণে
ঠিক অন্ধকারে ঢিল ছোঁড়া।
.
একটা তেল ছবি সম্পূর্ণ হতে হতে
ঈশ্বরের বিরক্তি।
অর্ধ নগ্ন ঈশ্বর সেখানে দাঁড়িয়ে অর্ধনারীশ্বর
আর কেউ কেউ সেখানে শুধু গো বেচারা।
ছবিটা রং লেপ্টে ,পুরো পৃথিবীর আলোতে কেমন  ঘেঁটে ঘ
ভালো করে তাকাই ,
কিন্তু মর্ডাণ আর্টের আমি কিছু বুঝি না,
ভালো করে বোঝার চেষ্টা করি
গুলিয়ে যায় সম্পর্ক ,হারিয়ে যায় ভালো থাকা।
.
জন্মের মুহূর্তের ছবি
প্রাগৈতিহাসিক সময়ের স্কেলিটনে শুধু ভালো থাকা।
সম্পূর্ণ আলোর থেকে পালিয়ে পিছনে ছোটা
কিন্তু ছায়া পিছু ছাড়ে না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...