Saturday, March 30, 2019

ফসিল


ফসিল
.............. ঋষি
========================================
জন্মের মুহূর্তে ছবি খুঁজতে চাওয়া
খুঁজে পাওয়া বিবর্ণ ফ্যাকাসে কিছু ফসিল।
সম্পূর্ণ অন্ধকার থেকে এগিয়ে যাওয়া আলোর শিহরণে
ঠিক অন্ধকারে ঢিল ছোঁড়া।
.
একটা তেল ছবি সম্পূর্ণ হতে হতে
ঈশ্বরের বিরক্তি।
অর্ধ নগ্ন ঈশ্বর সেখানে দাঁড়িয়ে অর্ধনারীশ্বর
আর কেউ কেউ সেখানে শুধু গো বেচারা।
ছবিটা রং লেপ্টে ,পুরো পৃথিবীর আলোতে কেমন  ঘেঁটে ঘ
ভালো করে তাকাই ,
কিন্তু মর্ডাণ আর্টের আমি কিছু বুঝি না,
ভালো করে বোঝার চেষ্টা করি
গুলিয়ে যায় সম্পর্ক ,হারিয়ে যায় ভালো থাকা।
.
জন্মের মুহূর্তের ছবি
প্রাগৈতিহাসিক সময়ের স্কেলিটনে শুধু ভালো থাকা।
সম্পূর্ণ আলোর থেকে পালিয়ে পিছনে ছোটা
কিন্তু ছায়া পিছু ছাড়ে না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...