Wednesday, March 13, 2019

হৃদয় পোড়া



হৃদয় পোড়া
............ ঋষি
=============================================
নাটকটা তো আর নাও  করতে পারো
চলন্তিকা উঠে চলে গেলো।
চলন্ত কোনো আগুনের গায়ে অসংখ্য টানাপোড়েন দৃশ্য
আর দৃশ্যরা পুড়ে গেলে  পোড়া গন্ধ বাতাসে।
.
বাতাসে দেশি মদের গন্ধ
অনেকটা সময় চলন্তিকা নিজস্ব  সম্পর্কে আসীন।
প্রেম ,বিবাহ কোনোটাই  নাকি মানুষের বিবেচিত নয়
শুধু সস্পর্ক কেন?
শেষ উনিশ বছরে অসংখ্য আগুনে পোড়া
পোড়া দাগ তোমার যতটা চলন্তিকা  ,ততটাই আমার।
কোনো এক সরু সুতোয় বাঁধা সম্পর্ক
অথচ লোহার থেকে শক্ত।
বিবাহবন্ধন
আগুনে পুড়ে যাওয়া আগুনের পাখি।
.
নাটক সে তো মহাভারতের  ফলাফল
তোমার রেগে যাওয়া নতুন না চলন্তিকা।
শুধু আগুনে পুড়তে থাকা দৃশ্যগুলো অদৃশ্যের হৃদয় পোড়ায়
কিন্তু দৃশ্য পুড়লেও স্মৃতিরা তো থেকেই যায়। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...