এখনো বাকি
................ ঋষি
============================================
কোনো আমলকি বিকেলে
ছুঁয়ে থাকা গঙ্গার ফেরি ,দূরে সরতে থাকা আলো।
তোমাকে খুঁজছে চোখ
অচেনা ভিড়ে ক্রমশ লুকোতে থাকা যন্ত্রণার চোখের পাতা।
সত্যি কত কিছু হয় না বলা
শুধু গিটারের সুরগুলো চাপা পরে দীর্ঘশ্বাসে।
.
কত অর্থহীন থমকে দাঁড়ানো মুহূর্তরা
জমা বুকে লেগে লেগে থাকা ছেঁকা সিগারেট পোড়া ঠোঁট।
মিশতে থাকা নিকোটিন মূহুর্ত রক্তের সাথে
আচমকা মুখোমুখি আয়নায় নিজের দূরত্ব বেড়ে যায়।
বেলা পরে আসে
ধীর পায়ে ছায়ারা ছড়িয়ে পরে চেনা শহরে অচেনা আমিতে।
হিসেবে কষলে কতকিছু বাকি ,এখনো বাকি।
ঠিক ভাবে গল্পটা শুরু হলে
আজ হয়তো আমাকে আর কবিতা লিখতে হতো না
কিংবা তোমাকে খুঁজতে হতো না সিগারেটের ধোঁয়ায়।
হারাতে থাকা মুখ
অজস্র সুখ ,আখরোট ঠোঁট ,ভেজা হাসি
তখন আদর বোধহয়।
.
ক্রমশ গাঢ় অন্ধকার
গঙ্গার কুল কুল শব্দে বাড়তে থাকা দূরত্ব।
তোমাকে খুঁজছে চোখ
হারানোর মাঝে ,নিজের মাঝে ,হয়তো আরো ভয়ে।
সত্যি কত কিছু বলা হয় না
শুধু গিটারে তারে থমকে আছে তোমারি গান।
No comments:
Post a Comment