জলফড়িং
................... ঋষি
========================================
হঠাৎ একঝাঁক ইচ্ছেগুলো জলফড়িং
তিড়িং বিড়িং।
সম্পর্কের বেঁড়া ভাঙা দূরত্বরা
আজকাল আর যায় না দেখা কচুরিপানা পুকুরে।
একলা মুখ বারংবার ধুঁয়েও
দাগ থেকে যায় মনে।
.
ভাঙা জানলা
এক ফাঁকে ব্যস্ততা থেকে দূরে চুপ শহর।
ঘুম জাগা রাত্রি
কিংবা হয়তো হঠাৎ দেখা নন্দন চত্বরে
আবার একরাশ ফিরে আসা আলো ,ঝলসানো চোখ।
কিংবা আরো ডুব গভীর
যেখানে কত অর্থহীন চুমুরা একলা থেকে যায়।
প্রেমিকের গালে খোঁজা হঠাৎ তিল,
কত অর্থহীন হাত ধরা থমকে দাঁড়িয়ে থাকে একলা সন্ধ্যায়।
ময়দানের সুবুজ ঘাসে ঘুম চোখ
দূরে ভিক্তোরিয়ার পরীটা দিক নির্দেশ করে
খুব দূরে।
.
হঠাৎ এক ঝাঁক ফাঁকা মন
জলফড়িং।
সম্পর্কের জড়িয়ে থাকা মানেগুলো
আজকাল দাগ টানে না ঝোলানো ম্যানিপ্ল্যান্টে।
একলা মুখ বারংবার ধুঁয়েও
দাগ লেগে থাকে মনে।
No comments:
Post a Comment