Sunday, March 17, 2019

ভালো থেকো

ভালো থেকো
..... ঋষি
===============================================
চলন্তিকা আবার একটা রঙের দিন
অনেকটা অন্ধকার সরিয়ে আরেকটা পলাশের দিন।
ফাগুন বেলার রৌদ্র ঘর
অনেকগুলো দিন কাটানো তোমার সাথে ,
তোমার আদর।
.
ভালো থেকো
শুভেচ্ছার আতিথেয়তায় লেগে থাকা সপ্ত সমুদ্র।
হয়তো তখন আঠারো তুমি ,কিংবা আটাত্তর
কি এসে যায়  ,
শুধু ভালো থেকো ,আরো বেশি রঙিন তুমি
মনের আয়নায় রঙের ঘর।
কলেজ স্ট্রিট ,কবিতা পাড়া ,শহরের বাতিস্তম্ভ
ঘ্যানঘ্যানে  ঘাম ,ব্যস্ত জীবন ,
পায়ের তলায় দুমড়ে মারা সিগেরেটের সুখটান
আবার নতুন জীবন ,আবারও প্রেম।
অলিতে গলিতে ,ভুবনডাঙ্গা ,শান্তিনিকেতন
সাঁওতালি শাড়ি ,বাসন্তী ছুঁয়ে ,তোমার গালে আবির।
আরো ভিজে থাকা পিচকিরির রঙিন রং
আরো রঙিন তোমার আঁচল।
ভিজে ঠোঁটের আগায় ,আরো বেশি চঞ্চলতা
চলন্তিকা।
.
জঙ্গলের কোকিল মনের ভিতর ,বুকের জঙ্গলের দাবানল
আরেকটা রঙের দিন ,চোখের আদর।
লাল ,নীল ,সবুজেরা আরও বেশি গভীর আজ
আমি মনপাগল ব্যাকুলতা
ভালোথেকো চলন্তিকা রঙিন আদর। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...