Wednesday, March 6, 2019

ইত্যাদি

ইত্যাদি
............... ঋষি
======================================
ইত্যাদি ,ইত্যাদি
এমন একটা শব্দ রাষ্ট্র গুলে অনিয়মিত নিধন।
মিসিং লিম্ব মানুষের
বোঝার আগেই ইত্যাদি।
নিয়ন আলোর এই সন্ধ্যেতে ইত্যাদি আমার কাছে
বলবেনা সময়।
.
ইত্যাদি এমন এক শব্দ
সব কথা বলতে নেই মিক্সিতে ঘেঁটে ঘ।
প্রেমের কবিতা হোক ,কিংবা প্রেম
ইত্যাদি শব্দটা গুলিয়ে ওঠে গা শারীরিক বিন্যাসে।
ইত্যাদি কোনো শব্দ নয়
এক শব্দ দানব যেন গিলে ফেলে অস্তিত্ব।
আমরা বলি মানুষ
অথচ ইত্যাদি শব্দের ব্যবহারে  মানুষ আর মানুষ থাকে না
হাইওয়ে ওঠে গোলকের অন্যতম জানোয়ার।
ভাইকে হত্যা করতে পারে ,বোনকে ধর্ষণ
আর মায়ের উরু চিরে রাষ্ট্রকে বিক্রি করতে পারে।
.
ইত্যাদি ইত্যাদি
এমন একটা শব্দ যেন দুঃশাসনের প্রেম।
কিংবা কলম্বাসের চোখের মহাকাশ
যার শেষ নেই ,যার উপলব্ধিতে উঠে আসে ভীতি।
নিয়ন আলোতে লুকোনো অন্ধকারে
ইত্যাদি অন্ধকার আড়ালে ,দেখতে পাচ্ছি না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...