Friday, March 29, 2019

পাগল মন


পাগল মন
................ ঋষি
======================================================
হৃদয় গিয়েছে পুড়ে
আমাদের সাতসমুদ্র পার ,তোলপাড়।
আর তারপর আর চাই না ফিরে আরো দূরে
দূরে বহুদূরে ,যদি দেখা হয় ,যদি কথা হয় কিংবা ঝগড়া।
.
আজকাল আর কথা হয় না তেমন
শুধু সময়ের হাতঘড়ির কাঁটাগুলো জায়গা বদলায় ,
বুকের ভিতরে আগুন
শুধু ঘর পোড়ে,মন পোড়ে ,পুড়তে থাকা কবিতার পাতা জানান দেয়
সেই তুমি।
সুন্দরী ,সুগন্ধে মন করে ছারখার ,শরীর
আগুনে পুড়ে যায় স্নানের ঘরে ভিজে তোয়ালের শোক।
পাশ দিয়ে হেঁটে যাওয়া যৌবন ,আকুতি
সবটাই মুখভার।
আজকাল বিছানা বদল করে দেওয়ালে আটকানো ছবি
অন্য ক্যানভাসে।
সময় বোধহয় ম্যাজিক জানে
আঁচল টানো তুমি ,সময়ের ঘুম ভাঙে ,ইতিউতি চায়
পাগল ,এই পাগল মন বোধহয়।
.
হৃদয় গিয়েছে পুড়ে
আমাদের সম্পর্কের দুই পার।
প্রেমের বয়স যায় কমে ,বাড়ে চামড়ায়
দূরে বহুদূরে ,ঠিক দেখা হয় ,আর কথা শুধু ঝগড়ায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...