Tuesday, March 5, 2019

অনন্তকাল


অনন্তকাল
...................... ঋষি
==================================================
নদীর নাম জানতে চাই না কেউ
শুধু নিজেকে আবিষ্কারের নেশায় কিংবা উপলব্ধিতে ডুব লাগায়।
যদি ভেসে চলে অনন্তকাল
সময়ের ক্ষত বুকে।
হাজারো রোমন্থনের শোক ,হাজারো সামুদ্রিক ঢেউ
স্বপ্ন দেখে যদি সমুদ্র।
.
ভিজে মাটি
চারিপাশে  থাকা বাসস্থান।,নদীর অলৌকিকতা।
সকলে পুজো করে
কেউ বা আদর করে মিষ্টি জলে ঠোঁট ভেজায়
কিন্তু জানতে চায় না কেউ।
নদী বয়ে চলে কালের ক্ষয়ে ,বুকে লেগে তৃষ্ণা,
যদি একবার মোহনায় দেখা হয়।
দেখা হয় সত্যি ,সত্যি সমুদ্রের সাথে
সমুদ্র চিনতে পারে না।
তবু যদি মিশে যায় ,সমুদ্রের বুকে মাথা রেখে স্বপ্ন বোনে
একবার যদি সত্যি হতে পারতাম।
.
নদীর নাম কেউ জানে না
শুধু অকাল সময়ের বিষন্নতা বুকে বয়স বেড়ে যায়।
পার ভাঙে।গভীরতায় জমে মাটি
যদি ক্লান্ত।
একদিন ভাসিয়ে দেয় দুইপারের অসংখ্য জনপদ
চিৎকার করে কাঁদে ,আর না সমুদ্র। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...