ওয়াল্ড ওয়াইড ওয়েব
............. ঋষি
=========================================
যত বড় মুখ না ততো বড় কথা
মেরে মুখ ভেঙে দেবো ,হবে না বাপের বাড়ির শিক্ষা ,
একঝলকে চলন্তিকার মুখটা মনে পড়লো।
বিংশ শতাব্দী
বদলানো প্যাটার্নে ওয়াল্ড ওয়াইড ওয়েবে আছি
তবু তুমি মুখ বুঝে মার্ খাচ্ছো চলন্তিকা।
.
এক্স প্লাস ওয়াই সুড়ঙ্গের ভিতর দিয়ে হাঁটছি
শর্তে আছে পৌরুষের মেজাজ ,সমাজ তান্ত্রিক পুরুষ।
দেওয়ালে আটকানো তামাটে বর্ণের ছবি
তখন তোমার একুশ বছর বোধহয়।
শোনা কথা একুশ বছরে মেয়েদের আশ্চর্য লম্বা চুল থাকে
ওই বয়সের একটা নিজস্ব আদল থাকে।
তবু চলন্তিকা
তোমাদের জীবন্ত মনোপলি অভিলাষ আর সহ্য।
হ্যাটস অফ ইউ ডিয়ার
সময় জাগছে ,জাগরণী গান তোমাদের যোনিদেশে
তবু কুয়াশা আচ্ছন্ন শরীরে মৃত অভিলাষ।
.
বাজা শালী এত বছরেও একটা সন্তান দিতে পারলি না
বেশ্যার পিঁড়িতে বোস গিয়ে
এক পলকা চোখের জল ছিটকে এলো আমার খোলা বারান্দায়।
সময় বদলাচ্ছে
বদলানো সময়ের আঙিনায় সভ্যতা গ্যালাক্সি চেটে খাচ্ছি
আর তোমরা আজও চুষছো চোখের জল।
............. ঋষি
=========================================
যত বড় মুখ না ততো বড় কথা
মেরে মুখ ভেঙে দেবো ,হবে না বাপের বাড়ির শিক্ষা ,
একঝলকে চলন্তিকার মুখটা মনে পড়লো।
বিংশ শতাব্দী
বদলানো প্যাটার্নে ওয়াল্ড ওয়াইড ওয়েবে আছি
তবু তুমি মুখ বুঝে মার্ খাচ্ছো চলন্তিকা।
.
এক্স প্লাস ওয়াই সুড়ঙ্গের ভিতর দিয়ে হাঁটছি
শর্তে আছে পৌরুষের মেজাজ ,সমাজ তান্ত্রিক পুরুষ।
দেওয়ালে আটকানো তামাটে বর্ণের ছবি
তখন তোমার একুশ বছর বোধহয়।
শোনা কথা একুশ বছরে মেয়েদের আশ্চর্য লম্বা চুল থাকে
ওই বয়সের একটা নিজস্ব আদল থাকে।
তবু চলন্তিকা
তোমাদের জীবন্ত মনোপলি অভিলাষ আর সহ্য।
হ্যাটস অফ ইউ ডিয়ার
সময় জাগছে ,জাগরণী গান তোমাদের যোনিদেশে
তবু কুয়াশা আচ্ছন্ন শরীরে মৃত অভিলাষ।
.
বাজা শালী এত বছরেও একটা সন্তান দিতে পারলি না
বেশ্যার পিঁড়িতে বোস গিয়ে
এক পলকা চোখের জল ছিটকে এলো আমার খোলা বারান্দায়।
সময় বদলাচ্ছে
বদলানো সময়ের আঙিনায় সভ্যতা গ্যালাক্সি চেটে খাচ্ছি
আর তোমরা আজও চুষছো চোখের জল।
No comments:
Post a Comment