তবু ভালো থেকো (২)
............ ঋষি
===============================================
তুমি জানো চলন্তিকা গতকাল নারীদিবস ছিল
আর সেই দিনই কাকলি পুড়ে মরলো।
রফিক সাহেব সেদিনই গোর দিয়ে এলেন তার দ্বিতীয় স্ত্রীকে
যে তার তৃতীয় সন্তানেকে জন্ম দিতে গিয়ে মারা গেছে।
এমিলির তার এবোরশন টা সেরে নীল এই দিন
কারণ জর্জ অন্য কাউকে জীবন সঙ্গিনী বেঁচে নিল।
.
সব বুঝলাম চলন্তিকা
বুঝলাম সময়ের গান নারী ও পুরুষের সহবস্থান।
নারীদের দিন
যেদিন নারীকে সম্মান জানানো রীতি।
কিন্তু কিসের সন্মান ?
.
আসলে চলন্তিকা সত্যিটা বলি
তোমরা চিরকালই সহজলভ্য ,তোমাদের শরীর ,মন।
প্লিস আমি বলছি না এই কথা
বলছে তোমাদের রান্নাঘর ,এক কামরার সংসার ,বিছানার চাদর
আর তোমাদের স্নেহ।
তোমরা এখনো বুঝে উঠতে পারলে না
তোমরা শুধু আসবাব আর বাকিটুকু সাজানো মোমের পুতুল।
.
তবু ভালো থেকো
তোমাদের জন্মের দিন ,তোমাদের বিয়ের দিন ,তোমাদের মৃত্যুর
শুভেচ্ছা সময়ের।
আর কিছুটা সাজানো নাটকের সমাজ
তোমাদের আরো উপভোগ করুক ভোলানোর নামে।
.
No comments:
Post a Comment